নির্বাচন আচরণবিধিমালা সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময়


চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালা নিয়ে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন সংক্রান্ত আচরণবিধিমালা নিয়ে প্রার্থীদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিশেষ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, যারা পোলিং এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তাদেরকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এজেন্টগণ নির্বাচনের দিন একাই গাড়ি ব্যবহার করতে পারবে। যারা এজেন্ট থাকবেন তারা প্রার্থীর সমবয়সী হতে হবে। তাদের বয়স ২৫ বছর হতে হবে। নির্বাচনী বিধি কোনভাবেই লঙ্ঘন করা যাবে না। ভোট চলাকালে ভোট গ্রহণকারীদেরকে কোন প্রার্থী খাবার দেয়ার চেষ্টা করবেন না। এজেন্টদেরকে প্রার্থীর পক্ষের লোকজন শুকনো খাবার দিতে পারবে। এজেন্টগণ ভোট কেন্দ্র থেকে বাইরে যাওয়া যাবে না। ডায়াবেটিস রোগে আক্রান্ত কোন প্রার্থীকেই প্রার্থীরা যেন এজেন্ট না দেন। তিনি আরও বলেন, প্রার্থীরা যদি সহনশীল থাকে তাহলে কম আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স দিয়ে আমরা নির্বাচন করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা মনিটরিং টিম গঠন করেছি। নির্বাচনের পূর্ববর্তী ৭ দিন হতে পরবর্তী ৭ দিন পর্যন্ত কোন ব্যক্তি লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী এলাকায় নির্বাচনী পূর্বের দিন মধ্যরাত থেকে নির্বাচনের মধ্য রাত পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা ও পরবর্তী ৬৪ ঘণ্টা মোটর সাইকেল চলাচল করতে পারবে না। ভিজিল্যান্ড টিম গঠন করা হয়েছে। তারা পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিবে। ৭ জন ম্যাজিস্ট্রেট দ্বারা আমরা নির্বাচনী টিম গঠন করেছি। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে যেসব এজেন্ট দেয়া হবে প্রার্থীরা তাদেরকে বলেন দিবেন ব্যালট বাক্স দেখে নেয়ার জন্য। পুলিং এজেন্টগণ ভোটগ্রহণের ২ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৬টায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মহিলা প্রার্থীর সমবয়সে মহিলা এজেন্ট দিতে হবে। নির্বাচনী এজেন্ট প্রার্থীর সাথে যাতায়াত করতে পারবে না। প্রার্থীরা প্রত্যেক ভোটারকে উপস্থিত করতে হবে। কেন না এটি স্থানীয় নির্বাচন আমরা তা স্বচ্ছ করার চেষ্টা করছি। কোন উপজেলাতে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করা যাবে না। নির্বাচনে উত্তেজনা রোধে প্রত্যেক প্রার্থী সহনশীল হতে হবে। তবে কেউ আইন হাতে তুলে নিতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। নির্বাচন নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশনারের নির্দেশ স্থানীয় সরকার নির্বাচন যেন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। নির্বাচন হলো উৎসব। জনগণ ভোট কেন্দ্রে যাবে, এখন পর্যন্ত চাঁদপুরে কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। নির্বাচনের দিনও ভোট কেন্দ্রগুলো নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এ সময় বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শওকত ওচমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই চাঁদপুর যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হকসহ বিভিন্ন উপজেলার পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীগণ।