জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
প্রাথমিক শিক্ষা দীপ্তি উন্নয়ন জীবনের ভিত্তি এই স্লোগানকে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক তথ্যে প্রবেশ করে প্রাথমিক শিক্ষা বিভাগ। মানুষ জন্মের আগে প্রচুর প্রস্তুতি গ্রহণ করে। মানুষ জন্ম নেয়ার পর তা বাস্তবায়ন করা হয়। কোথা থেকে প্রথম শিশু বেড়ে উঠবে তা নিশ্চিত করা হয়। পাশাপাশি হেলথ কালচার ও ফ্যামিলি কালচারের সাথে সম্পৃক্ত থাকে। প্রকৃতিতে মানুষ যে ধর্ম নিয়ে এসেছে বাস্তবে তার প্রতিফলন ঘটায়। তিনি আরও বলেন, আপনারা একবার চিন্তা করেন দেখেন কোনো স্থান থেকে আমাকে ম্যাকিং করা হলো। খুঁজে বের করুন নিজেকে। আপনার নির্মল সময় পারফরমেন্সের সময় কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে না। প্রকৃতির মানুষ কোন কিছুতে প্রভাবিত হয় না। যে কোন ধান্দা সে বুঝে না। জামেলায় পড়লে জঞ্জাল সরিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা জিপিএ-৫ পাওয়ার জন্যে শিক্ষার্থীদেরকে হাত পা বেধে কোচিং পাঠানোর প্রয়োজন নেই। আপনার কাজ হলো লেখাপড়ার পরিবেশ তৈরি করা। এটাই শিক্ষার মৌলিক চাহিদা। সবাই গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার প্রয়োজন নেই। মনি ঋষিরা বেশি পড়ালেখা করে না। কিন্তু তারা অল্প পড়ে অনেক জ্ঞানী শব্দ তৈরি করেছেন। আপনার মধ্য দিয়ে এসেছে আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করার দাবি। স্কুলগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন তারা শিক্ষার্থীদেরকে প্রেম ভালোবাসা দিতে পাড়াচ্ছেন না। আপনি তাকে আলোকিত করতে সুযোগ দিন। শিশুরা দুষ্টামী করবে তারপরও তাদেরকে প্রাথমিক শিক্ষার জ্ঞান দিতে হবে। ঘোলাপানি আস্তেই শীতল হয়ে যায়। তেমনি শিশুদের সেইভাবেই মমতা দিয়ে শিক্ষা দিতে হবে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান নিবেদিতপ্রাণ হলে অন্য প্রতিষ্ঠানগুলোও তার দেখাদেখি নিবেদিত হয়ে পড়বে। পথ পদবীর জন্য নয়, দেশকে ভালবাসুন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিত কর। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর বুলবুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।