• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাটকা রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোর্সের টিলা বাড়িতে অভিযান

৩ লাখ মিটার জাল জব্ধ ॥ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ২০:৪১ | আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার টিলাবাড়ি জেলেপাড়ায় চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ২৪টি ঘর থেকে প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ ২৪টি ঘরের মালিকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত মামলা দায়ের করেছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী জানান, জাটকা রক্ষায় তারা যৌথভাবে গত কদিন ধরে টিলা বাড়ি এলাকার জেলে পল্লীতে নজরদারি রাখছেন। এই এলাকার কারা নদীতে জাটকা নিধন করছে তা চিহ্নিত করে ব্লকরেইড দেয়া হয়েছে। আমরা এ এলাকার প্রতিটি জেলে ঘরে এ ব্লকরেইড দিয়েছি। এতে প্রায় ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্ধ করেছি। যেসব ঘর থেকে কারেন্ট জাল জব্ধ করা হয়েছে সেই ২৪টি ঘরের মালিকের বিরুদ্ধে আমরা মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি। অভিযুক্ত ঘরের মালিকরা হলেন : আলী হোসেন বেপারী, জাকির মোল্লা, আব্দুল হাকিম, আলী আজম, আল-আমিন, রহিম, জাহাঙ্গীর, মাইনুদ্দিন, কামরুল, মোঃ রফিক, পারভেজ, সুমন, মোঃ তাজল ইসলাম, নূরে আলম, সোহেল হোসেন, আব্দুস সাত্তার, আবু হানিফ, রবিন, হানিফা, টিটু, আলী। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম মৃধা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র আব্দুর রব, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক যায়ের, সৈকত দাস গুপ্ত, সহকারী উপ-পরিদর্শক বশির উদ্দিন, কোস্টগার্ড স্টেশন ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, শাহআলম বেপারীসহ পুলিশ সদস্যগণ।

সর্বাধিক পঠিত