চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে সাময়িক অব্যাহতি
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলাধীন ১২নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ইবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার জন্যে সহ-সভাপতি মোঃ রাজু পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।