• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট ও বালিয়া বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানকালে শিক্ষামন্ত্রী

সরকার সব সময়ই আপনাদের পাশে আছে

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৯, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বাবুরহাট বাজারে অগ্নিকা-ের স্থান পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং বিভিন্ন সহায়তা প্রদান করেন। এর আগে তিনি চাঁদপুর সার্কিট হাউজের সামনে বালিয়া বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের হাতে নানা সহায়তার উপকরণ তুলে দেন। গতকাল শনিবার সকাল ১০টায় বাবুরহাট বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে ডাঃ দীপু মনি বক্তব্যে বলেন, বাবুরহাট বাজারটি একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী বাজার। এ বাজারের যে কোন দুর্ঘটনা এড়াতে সকলকেই সজাগ থাকতে হবে এবং প্রত্যেককেই সচেতন হতে হবে। তিনি বলেন, যেকোন কেমিক্যাল জাতীয় পদার্থের গোডাউন স্থাপনে সতর্কতা অবলম্বন করতে হবে। বাজারের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুৎ লাইন রাখা যাবে না। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উচিৎ এসব দেখা এবং নিয়মিত চেক করা। তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো অনাকাঙ্খিত দুর্ঘটনায় যাতে ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে সে ব্যবস্থাও কিন্তু রাখতে হবে। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো কাজ করলে সকলের যেমন ক্ষতি হবে, আপনার নিজেরও তেমন ক্ষতি হবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। আপনারা হতাশ হবেন না। আপনাদেরকে আজ জেলা প্রশাসনের উদ্যোগে যে সহায়তা প্রদান করা হলো তা দুর্ঘটনার ক্ষতির তুলনায় কিছুই নয়। এছাড়া আমি ব্যাক্তিগতভাবেও আপনাদের সহযোগিতা করব।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ীগণ।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে ক্ষতিগ্রস্ত ১৩জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা, ৫০ কেচি করে চাল ও ৩ বান্ডেল করে টিন প্রদান করা হয়। সহায়তা গ্রহণকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন : মা হার্ডওয়্যার এন্ড সেনেটারি স্বত্বাধিকারী মোঃ জসিম খান ৯ হাজার,  এম রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রহমান বেপারী ৯ হাজার, বাসনা জুয়েলার্সের স্বত্বাধিকারী বাসুদেব বনিক ৯ হাজার, গাজী বেডিং স্টোরের স্বত্বাধিকারী মোঃ ইকবাল গাজী ৬ হাজার, কাজী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ শামিম কাজী ৬ হাজার, নাছির ট্রেডার্সের মোঃ নাছির ৬ হাজার, বাবুরহাট বারেক সুপার মার্কেটের মালিক বারেক মিজি ৬ হাজার, স্বপন দে ম্যানসনের স্বত্বাধিকারী স্বপন কুমার দে ৬ হাজার, ফল ব্যবসায়ী মোস্তফা কাজী ৯ হাজার, মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রহমান গাজী ৬ হাজার, শোভা মিস্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী তপন দে ৬ হাজার, জেনারেটর ব্যবসায়ী মোঃ আবু সালেহ ৯ হাজার ও  হান্নান মিজি ৬ হাজার টাকা। একই সাথে এদের প্রত্যেকে ৫০ কেজির এক বস্তা চাল এবং ৩ বান্ডেল করে টিন দেয়া হয়।
এর আগে বালিয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত আটজনের প্রত্যেককে ৬ হাজার টাকা, ৫০ কেজি চাল ও ২ বান্ডেল করে টিন দেয়া হয়।

সর্বাধিক পঠিত