• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ০১:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল এলাকায় ব্যবসায়ী সমিতির আয়োজনে বিনিয়োগ বিষয়ের ওপর আলোচনা সভা এবং চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে বাস টার্মিনাল পৌর মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৯-এর সভাপতি নূর হোসেন ঢালী।  
পৌর বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ জাকিরের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম সুমন এবং দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি হুমায়ন কবির তালুকদার, ছিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাঝি, আবুল বাশার, কোষাধ্যক্ষ হানিফ গাজী, প্রচার সম্পাদক আসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, ব্যবসায়ী সদস্য আবুল খায়ের, নজরুল ইসলাম, ইয়ারুল প্রমুখ। অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি এবং ছিনতাই প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালায় চাঁদপুর মডেল থানা পুলিশ।

 

সর্বাধিক পঠিত