• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

৩নং বালিকা সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ০১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ পূর্ব শ্রীরামদী ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। এদেরকে শুধু শিক্ষিত হলেই চলবে না, আদর্শ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তাদের পড়ালেখার ব্যাপারে অভিভাবকদের স্কুলে এসে খোঁজখবর নিতে হবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাক হায়দার চৌধুরীর সভাপ্রধানে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর ও প্রধান শিক্ষক গীতা রায়। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান মুন্না, বিশিষ্ট সমাজসেবক রেজাউল হক শিমুল, রাসেল মিয়াজী, এহসানুল হক পিটুল, শাহীন চৌধুরী, পিটিআই সদস্য শহীদুর রহমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিজি, সদস্য শামসুন্নাহার বেগমসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বাধিক পঠিত