• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারাভিযান

ভূমিখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবা সহজীকরণ ও জনভোগান্তি হ্রাসে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্ত্তী

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এ শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য প্রদান করেন টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবা সহজীকরণ ও জনভোগান্তি হ্রাসে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ভূমিখাতে অনিয়ম রোধ করতে চাই। আমরা চাই ভূমি খাতে সেবা নিতে আসা জনগণ যেনো তাদের প্রাপ্য সেবাটুকু পায়। তিনি আরো বলেন, জনসাধারণ সেবা নিতে এসে যদি কোনো হয়রানির মুখোমুখি হয়, তাহলে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
তিনি বলেন, সনাকের প্রচারণামূলক এ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের কার্যক্রম সকল ইউনিয়নে সম্প্রসারিত করতে হবে। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা ও সেবা সহজীকরণ বিষয়ে সনাক-চাঁদপুরের যে কোনো কার্যক্রমে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা প্রদান করবে।
স্বাগত বক্তব্যে টিআইবির এরিয়া ম্যানেজার বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সনাক ও টিআইবির নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি বিষয়ে আজকের এ প্রচারণা কার্যক্রম। তিনি বলেন, সদর ভূমি অফিস ও সনাক-টিআইবি পরবর্তীতেও ক্রমান্বয়ে সদর উপজেলার সকল ইউনিয়নে ভূমিখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবা সহজীকরণ ও জনভোগান্তি হ্রাসের লক্ষ্যে সহযোগিতার ভিত্তিতে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করবে।
তিনি আরো বলেন, বরাবরের মতোই সনাকের ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যরা প্রচারণা কার্যক্রমটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন স্থানে প্রচারণা কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সনাকের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রকৃতপক্ষে ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় এ রকম কর্মসূচি আরো বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ চাঁদপুর সদর উপজেলার বাগাদী, মৈশাদী ও শাহতলী ইউনিয়নসহ জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে এ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে।

 

সর্বাধিক পঠিত