• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জাতীয় শিশু দিবস, গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ:  ১৪ মার্চ ২০১৯, ১১:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ, থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম ভূঁইয়া, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সর্বাধিক পঠিত