আজ শিল্পকলায় পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা
প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক


আজ ১৩ মার্চ চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রয়াত লেখক, গীতিকার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা আয়োজিত স্মরণসভাটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। শিল্প-সংস্কৃতি অনুরাগীদের যথাসময়ে এ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ^াস ও স্মরণসভা আয়োজক কমিটির সদস্য সচিব কে এম মাসুদ।
উল্লেখ্য, পীযূষ কান্তি রায় চৌধুরী গত ১৪ জানুয়ারি দেহান্তরিত হন। তিনি দীর্ঘদিন চাঁদপুরের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।