সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে ওপেন হাউজ ডে


চাঁদপুর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠান এবার সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। ডাসাদী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সচেতনতামূলক প্রচারণায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই প্রতিরোধ সভায় পরিণত হয়। গতকাল ১২ মার্চ বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি বলেন, এলাকার শান্তির লক্ষ্যে চিহ্নিত অপরাধীকে ধরিয়ে দিতে আপনাকেই উদ্যোগ নিতে হবে। কারণ প্রতিটি গ্রাম মহল্লা আপনাদেরই। চিহ্নিত মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে এমন ব্যক্তিদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করতে হবে। আপনারাই একেকজন সচেতন ব্যক্তি পুলিশের ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, বর্তমানে নদীতে ইলিশ মাছ ধরা নিষেধ। তাই জাটকা রক্ষার্থেও আপনাদের সচেতন হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মহিলা ও পুরুষসহ ডাসাদী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, সিপিআই পুলিশ পরিদর্শক আবদুর রব, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মোঃ সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুমন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই মোঃ সফিকুল ইসলাম পিপিএম।