এবার হাজীগঞ্জে আগুন!


বাবুরহাট ও বালিয়ার পর এবার হাজীগঞ্জে অগ্নিকা-ের ঘটনা ঘটলো। মাত্র চারদিনে পর পর তিন জায়গায় অগ্নিকা-ের ঘটনা ঘটলো। হাজীগঞ্জে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়িয়ে দিলো আগুন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের দরগা বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ৫টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মৃত আনা মিয়ার তিন ছেলে মামুন, ইকবাল ও শাহআলম এবং একই বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে সোহাগ ও মৃত আলী আশ্রাফের ছেলে আক্তার হোসেন।
ক্ষতিগ্রস্তরা জানান, বাড়ির দিনমজুর মামুনের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়রাসহ আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ২০ হাজার টাকা ও রাতের খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।