মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিক্সা চালক সমবায় সমিতির নির্বাচন
সভাপতি সম্পাদকসহ পাঁচ পদে ১৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ ॥ আজ বাছাই


মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিক্সা চালক সমবায় সমিতির ২০১৯ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন গত ৭ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫টি পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মোঃ শাহজাহান প্রধান, শাহজামাল মিয়াজী ও মোঃ সোলাইমান সরকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলী আর্শ্বাদ এবং মোঃ মোখলেছুর রহমান। সাধারণ সম্পাদক পদে মোঃ আবু তাহের প্রধান ও মোঃ মামুন প্রধান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোঃ মোস্তফা প্রধান ও আলমগীর হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে ইয়াছিন সরকার, মোঃ ইসমাইল মিয়া এবং ইসমাইল মিজি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ জয়নাল আবেদিন প্রধান, মোঃ আব্দুল কাদির, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আলম, মোঃ আকমত আলী, নুর হাসিম ও মোঃ শরীফ হোসেন।
মনোনয়ন দাখিল ছিলো ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই ও বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে আজ ১২ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র বৈধতা/বাতিলের আপিল ১৩ ও ১৪ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলা সমবায় কার্যালয়ে করা যাবে। আপিল শুনানী হবে জেলা সমবায় কার্যালয়ে আপিল কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সময়ে আগামী ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। আপিল শুনানী শেষে বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী ২১ মার্চ দুপুর ১২ টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ মার্চ সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৩ মার্চ সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত। ভোটগ্রহণ আগামী ৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সঞ্জয় চন্দ্র মজুমদার, সদস্য মোঃ আবুল কালাম ও মোঃ মনির হোসেন।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন এডহক কমিটির আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন ঢালী ও সদস্য মোঃ জোহর আলী।