• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড গ্রামীণফোন টাওয়ারের জেনারেটর বিস্ফোরণ থেকে

ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশ:  ১২ মার্চ ২০১৯, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট মধ্য বাজারে গত ৯ মার্চ শনিবার দুপুরে যে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে তার নেপথ্যে ছিলো গ্রামীণফোন কোম্পানীর টাওয়ারের জেনারেটর বিস্ফোরণ। এর বিস্ফোরণই ছিলো অগ্নিকা-ের সূত্রপাত। ভয়াবহ এ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ বাজারের অপর ব্যবসায়ীরা গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে এর ক্ষতিপূরণ দাবি করে মানববন্ধন করেছেন। গতকাল ১১ মার্চ সোমবার দুপুর ১টায় বাবুরহাট মধ্য বাজারে অগ্নিকা-ের স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাবেক সভাপতি ডাঃ নন্দলাল আশ্চার্য্য, বারেক সুপার মার্কেটের মালিক মোঃ আঃ বারেক, বাজারের ব্যবসায়ী তৈয়ব আলী খান, মামুন মৃধা, সুভাষ পাল, হুমায়ুন মিজি, মোঃ নাসির প্রধানীয়া, ক্বারী মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ৯ মার্চ শনিবার দুপুরে বাবুরহাট বাজারে অবস্থিত গ্র্রামীণফোন নেটওয়ার্ক টাওয়ারে জেনারেটর বিস্ফোরণে আগুন লাগে। এতে বাজারের জুতার দোকান এম রহমান এন্টারপ্রাইজ, বাসনা জুয়েলার্সের মালামালসহ আরো কয়েকটি দোকান ও গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়। বক্তারা ক্ষতিগ্রস্ত দোকান ও ব্যবসায়ীদের নাম এবং মালামাল ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বলেন, এমএ রহমানের জুতা দোকানের ৬০ লাখ টাকা, বাসুদেব বণিকের বাসনা জুয়েলার্সের ১৫ লাখ, আব্দুল মান্নান মিজির ৭ লাখ, জসিম উদ্দিনের ৩টি গোডাউনে মা হার্ডওয়্যারের ৪০ লাখ, মোঃ নাছির হোসেনের গোডাউনের ২০ লাখ, শামীম কাজীর কাজী হার্ডওয়্যারের গোডাউনের ৩০ লাখ, কাজী মোস্তফার ফলের দোকানের গোডাউনে ৫ লাখ, মোঃ আবুল হোসেন ভূঁইয়ার ফলের দোকানের গোডাউনে ৩ লাখ, আঃ রহমান গাজীর মা ট্রেডার্সের গোডাউনে ১০ লাখ, জেনারেটর ব্যবসায়ী আবু সালেহ’র ৩টি জেনারেটর ২০ লাখ, স্বপন কুমার দের গোপাল দে ম্যানশনের ১০ লাখ, তপন দে-এর হোটেল মাতৃ ভা-ারের ৫ লাখ, হান্নান মিজির ২টি আবাসিক বাড়ির ৫ লাখ, বারেক মিজির আবাসিক বাড়ির ৮ লাখ, মোঃ ইউনুস খানের ছেলে জাফর খানের ৫ লাখ, মান্নান খানের ৫ লাখ, ইকবাল হোসেনের গোডাউনে ২ লাখ এবং নিরু করের গোডাউনে ১ লাখ টাকাসহ মোট ২ কোটি ৪৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতির এ বিবরণ তুলে ধরে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৪৭২, তারিখ ১০/০৩/২০১৯ খ্রিঃ। জিডি করেছেন ব্যবসায়ীদের পক্ষে এমএ রহমান।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমরা ঘটনার পর থানায় জিডি করা ছাড়াও গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে বাজার কমিটি এবং নেটওয়ার্ক টাওয়ারটি যে মালিকের বাসার ছাদে স্থাপিত হয়েছে, সে বাসার মালিক আব্দুল বারেকের মাধ্যমে যোগাযোগ করলেও তারা (গ্রামীণফোন কর্তৃপক্ষ) কোনো সাড়া দেননি। তাই আমরা আজ নিরুপায় হয়ে মানববন্ধন করলাম। তারপরও তারা যদি সাড়া না দেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

সর্বাধিক পঠিত