• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। দুর্যোগ প্রস্তুতি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল : দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শওকত ওসমানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা বিভিন্নভাবে দুর্যোগে পড়ে থাকি। হঠাৎ করে দুর্যোগ হলে মোকাবেলা করা যায় না। তবে অনেকেই জানেন দুর্যোগ কীভাবে মোকাবেলা করতে হয়। দুর্যোগ প্রস্তুতি নিলে ক্ষয়-ক্ষতি নামিয়ে আনা সম্ভব। তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা স্কাউট করে তারা অনেক ঊর্ধ্বে যেতে পারে। তারা অসহায়দের পাশে এগিয়ে আসে। তারা স্বেচ্ছায় কাজ করে। মানবজীবনের সৃষ্টির যে উদ্দেশ্য আছে তার মূল স্বস্তিজ্ঞান। যে মানুষের বেশি চেতন জ্ঞান আছে, সেই মানুষটি নিরাপদ ও আর্থিক দিক থেকে ধনী।
    এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ মনির, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফী বন্যা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ ও চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র আবদুর রব। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণের ও দুর্যোগের উপর বিভিন্ন কসরৎ প্রদর্শন করা হয়।