বঙ্গবন্ধুর জন্মদিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদ্যাপনকল্পে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা


আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনকল্পে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বিশিষ্ট চিকিসৎক ও নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, ইফার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, বিদ্যুৎ ও বিক্রয় বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, জেলা মৎস্য অফিসার আসাদুল বাকীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
প্রস্তুতি সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত বছরের মতো এবারো দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে জেলা প্রশাসন। এর মধ্যে কবিতা আবৃত্তি, রচনা, গল্পবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির জনকের জীবন ও মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শণী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বিভিন্ন স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। সভায় কর্মসূচি যথাযথভাবে উদ্যাপনের জন্যে কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
২৫ মার্চ গণহত্যা দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। তার মধ্যে ওই দিন রাত ৯টায় এক মিনিট প্রত্যেকের বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলো বন্ধ করে এ দিবস পালনের প্রতি গুরুত্ব দেয়া হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনকল্পে গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হচ্ছে : শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার ও মুক্তিসৌধ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় উপসনালয়ে প্রার্থনার আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় সভাপ্রধানের বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদ্যাপন করতে চাঁদপুরবাসী সবসময় জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানগুলোকে সফল ও সমৃদ্ধ করতে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শও দিচ্ছে। আমরা আমাদের জাতীয় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করতে চাই। সবার অংশগ্রহণে, সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই। তিনি এ অনুষ্ঠানগুলো সমৃদ্ধ করতে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন।