জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
জাটকা রক্ষায় অসাধু জেলে ও সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান


চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সভাপ্রধানের বক্তব্যে বলেন, সমাজের দুর্বল ও অসহায়দের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। প্রতিনিয়ত আমাদের সামনে দুর্বল ও অসহায় মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটছে, তা বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবহেলিত মানুষগুলোর দুঃখ-দুর্দশার অনেক খবরই আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি। যে অসহায় সে অপরাধী না হয়েও তাকে সত্যিকারের অপরাধীরা অপরাধী সাজাচ্ছে। আর অর্থবিত্তের বলে অপরাধীরা অনেক সময় থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার এসব বন্ধ করতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন। এজন্যে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, সদর হাসপাতালে রোগীদের পানি সংকটসহ যাবতীয় সমস্যা সমাধান করতে হবে। যে কোনো অপরাধমূলক কর্মকা-ের হাত থেকে হাসপাতাল এরিয়াকে রক্ষা করতে সিসি ক্যামেরার সঠিক ব্যবহার করতে হবে।
জেলা প্রশাসক জাটকা প্রসঙ্গে বলেন, পুরাণবাজার দক্ষিণে ও রাজরাজেশ্বর এলাকার জেলেরা সরকারি নিয়ম না মেনে নদীতে জাটকা ধরতে নামার খবর পাওয়া যাচ্ছে। পরিকল্পনা মাফিক ওই এলাকার অসাধু জেলে ও সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে জেলেদের সব রকমের সুযোগ-সুবিধা বন্ধ করে দিতে হবে। এ সময় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদ্যাপনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সভার শুরুতে গত মাসের কার্যবিবরণী পাঠ ও সিদ্ধান্তসমূহের অগ্রগতি তুলে ধরেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ একেএম মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা পরিষদ সচিব মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আনোয়ারুল আজীম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ। এ সময় কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।