ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০৯:৫৩
নিজস্ব প্রতিবেদক


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের উপর আলোচনা শেষে এই বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আওরঙ্গজেব, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ ও প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান।