• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কাতিবে কোরআন, আল্লামা সৈয়দ আবদুল গণি শাহ্ ইয়েমেনী মিয়া ছাহেব হুজুর (রহঃ) স্মরণে এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহরাস্তি উপজেলার চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় ময়দানে এ মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন জৈনপুরী পীর ছাহেব ড. মুফতী সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলার আহ্বান জানান। তিনি বলেন, একজন ঈমানদার সৎ জীবনযাপন করবে। সৎ উপার্জন করবে, সৎ পথে চলবে, জীবনের সকল কাজে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ মতো চলবে। ঈমানের মজবুতি অর্জনের লক্ষ্যে কোরআন হাদিস বুঝার জন্যে সহী আলেম ওলামাদের সান্নিধ্য হাসিল করতে হবে।
    মতলবের গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর ছাহেব পীরে কামেল শাহ্ সূফী হাফেজ সৈয়দ নেছার আহ্মাদের সভাপ্রধানে কোরআন ও হাদিস থেকে তাসরীফ পেশ করেন লেবানন গ্লোবাল ইসলামী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সাইয়্যেদ জামাল আল সাকার হোসাইনী আশ শাফেয়ী আল আশয়ারী। তাঁর বক্তব্যের বাংলা অনুবাদ করে মুসুল্লীদের বুঝিয়ে দেন ড. ইব্রাহীম দিনাজপুরী।
    সম্মেলনে আরো তাশরিফ পেশ করেন মাওলানা আল্লামা সৈয়দ মইনুল ইসলাম কুমিল্লা, মাওলানা সৈয়দ ইয়াহিয়া বেলাল আহম্মদ চিতোষী, চিতোষী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল, ঘড়িমন্ডল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সেলিম সিরাজীসহ দেশবরেণ্য পীর মাশায়েখ মোফাচ্ছিরে কেরাম ও মোহাদ্দীসগণ। সম্মেলন পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ পেয়ার আহম্মদ চিতোষী।
    সম্মেলনে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জিয়াউদ্দিন ইমরান, সৈয়দ আরঙ্গজেব হিরণসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। আল্লাহর নৈকট্য হাসিল, দোয়া প্রার্থনা ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

 

সর্বাধিক পঠিত