• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক পাঠদান

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ০৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও দুর্যোগময় পরিস্থিতিতে জীবন এবং সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক সচেতনতামূলক পাঠদান অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাহরাস্তি উপজেলা অফিসের উদ্যোগে ৯ মার্চ শনিবার সাড়ে ১১টায় বিদ্যালয় শ্রেণিকক্ষে এ পাঠদান অনুষ্ঠিত হয়।
    এতে বিভিন্ন সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম ইব্রাহীম খলিল, সহকারী প্রধান শিক্ষক তাজনেহার, সহকারী শিক্ষক সৈয়দ আহম্মদ মোল্লা, হরে কৃষ্ণ মজুমদার, আমিনুল ইসলাম প্রমুখ।