নওহাটা ফাজিল মাদ্রাসায় রক্তের গ্রুপ নির্ণয়


‘আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহ্বান’ এই শ্লোগানকে সামনে রেখে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার উদ্যোগে ও বাকিলা ডিজিটাল প্রিন্ট প্লাজার সার্বিক সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলার নওহাটা ফাজিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
গত ৯ মার্চ শনিবার সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যক্ষ আবু যোফার মোঃ আবু বকর সিদ্দিক। প্রভাত মহামায়া শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর ডটকমের প্রধান সম্পাদক মোঃ জুয়েল রানা তালুকদার, নওহাটা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আঃ রশিদ শেখ, প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মোঃ আলমগীর পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক ও নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, বাকিলা ডিজিটাল প্রিন্ট প্লাজার সত্বাধিকারী মোঃ ইসমাঈল হোসেন আকবর। এদিন প্রায় ৭শ’ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক (ইসঃ ইতিঃ) মোঃ হযরত আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাই মজুমদার, আরবী প্রভাষক আবু সাঈদ মোঃ আহমাদ উল্যাহ্, মোঃ আবু সুফিয়ান মিয়াজী, মোঃ কাউছার বাকী বিল্লাহ্, ইংরেজী প্রভাষক মোঃ আবু জাফর, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহআলম প্রধানীয়া, কাজী মোঃ এহতেশামুল হক, প্রভাত হাজীগঞ্জ শাখার প্রচার সম্পাদক সাংবাদিক গাজী মোঃ মহিনউদ্দিন, সদস্য মোঃ সালাহউদ্দিন সাকিব, খাজা মহিউদ্দিন, ফারুক রানা, হাজীগঞ্জ শুকরান হাসপাতালের প্যাথলজিষ্ট মোঃ মাসুদ হোসেন, প্রভাত মহামায়া শাখার সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী, সাংঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, সদস্য মোঃ ইমাম হোসেন, রিয়াদ বেপারী, কচুয়া মানবতার ডাক সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ ছেফায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ডিএম হৃদয়, রক্তদান বিষয়ক সম্পাদক আশিষ দেবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।