• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাসান আলী মডেল সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০৮:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদের সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি, মাদক, ইভটিজিংমুক্ত দেশ গড়তে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রজন্মকে তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নত সমৃদ্ধ জাতি গড়ে তুলতে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির হাসান ইমাম বাদশা, সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় অতিথিদেরকে ফুল ও ব্যাচ পরিয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা।
একই দিনে বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানছুর আহমেদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আক্তার, শিপ্রা চক্রবর্তী, নাজমা আক্তার, শিল্পী দত্ত, আঁখি রাণী দত্ত, সাদিয়া বেগম, মোঃ মনির হোসেন, নিগার সুলতানা, মোঃ সাইফুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন, কামরুন নাহার আক্তার, আব্দুল বারেক হাওলাদার, আইনুন নাহার, রীতা দে, মোঃ শাহাদাত হোসেন তালুকদার, সৈয়দ মোঃ নুরুজ্জামান কাজল, নাহার সুলতানা, মোঃ জাকির হোসেন, ফারজানা আক্তার রুমানা, সুমি মজুমদার, আব্দুর রহমানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
    উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মুনকারীন নবীন। গীতা পাঠ করেন নয়ন নাথ।

 

সর্বাধিক পঠিত