• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে নিসচার বনভোজন

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে  ৯ মার্চ শনিবার চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। জেলা নিসচার কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এই বনভোজনে অংশ নেন।
নিসচার বনভোজনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে ছিলো আনন্দ-উল্লাস। বনভোজন উপলক্ষে সংগঠনের কার্যালয় ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাঠ সাজানো হয় ফেস্টুন ও ব্যানার দিয়ে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সদস্যরা সারাদিন উপভোগ করেন।
সঙ্গীত শিল্পী মৃণাল সরকার, অভিনেতা (ইসলামী অনুষ্ঠানের) ফরহাদ আজম এবং খুদে শিল্পীদের ইসলামী গান, রবীন্দ্র সঙ্গীত, আবৃিত্ত আর কৌতুক সারাদিন মাতিয়ে রাখে অনুষ্ঠানস্থল। তাদের সাথে ছিলেন শিল্পী অন্তরা চৌধুরী ও লগ্ন দে। সেই সাথে মিনি বায়স্কোপ ও ‘মিকি মাউস’ ও ‘মোটু পাতলু’ শিশু-কিশোরদের আনন্দ দেয় দিনভর।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আনিসুর রহমান, উপ-পরিচালক ড. মোঃ রবিউল আউয়াল হোসেন, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান আখন্দ র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিসচার সভাপতি এমএ লতিফের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীন রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বনভোজন আহ্বায়ক ও নিসচার সহ-সভাপতি প্রভাষক রুমা সরকার। বনভোজন চলাকালে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, নাহিদা সুলতানা সেতু, রাজিয়া হাবিব, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম, ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক আল মামুন শনি, সদস্য মাওঃ মাহফুজ উল্লাহ খান, আঃ খালেক, মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, সাংবাদিক আবু সুফিয়ান, রহমত উল্লাহ, অ্যাডঃ মোঃ মাসুদ, মোঃ শরীফুল ইসলাম, কাওসার আহমেদ, ফরহাদ আলম, মাহমুদুল হাসান, আহমদ উল্লাহ প্রমুখ।

 

সর্বাধিক পঠিত