• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণ থানা পুলিশের নারী দিবস পালন

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০৮:২৮ | আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৮:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৮ মার্চ এক বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল-এর নেতৃত্বে এ দিবসটি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, কাউন্সিলর আব্দুল হাই, মহিলা কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, জোহরা আক্তারসহ মতলব দক্ষিণ থানা পুলিশের অফিসার, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনের পূর্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সর্বাধিক পঠিত