নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ৯ মার্চ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে হবে। সেজন্যে অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। মাদকের আগ্রাসন ও মাদকের কবলে যেন না পড়ে সে দিকে দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের ভবন পুরাতন হয়ে গেছে, নতুনভাবে করতে যা যা করণীয় তা করা হবে। বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব ও খেলাধূলার সামগ্রীর জন্যে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। একজন শিক্ষার্থীও যেন বিপদগামী না হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরীর সভাপ্রধানে সহকারী শিক্ষক মানছুর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক লিঃ-এর কর্মকর্তা ফয়সাল হায়দার চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্ভু নাথ নন্দী, বিপ্লব চন্দ্র দাস, ইস্তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, শাহিনা ইয়াসমীন, সুলতানা নাজমা আরা প্রমুখ। বিকেল ৩টায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার।