হাইমচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৮:২১
নিজস্ব প্রতিবেদক


হাইমচর উপজেলার দক্ষিণ আলগীস্থ হাজী বাড়ির আতিকুর রহমানের ১০ বছর ৪ মাস বয়সের শিশুপুত্র আব্দুল্লাহ পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। জানা গেছে, গতকাল বিকেল ৫টায় বাড়ির পুকুরপাড়ে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে যায় আব্দুল্লাহ। বাড়ির সকলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরপাড়ে খুঁজতে গিয়ে দেখেন শিশু আব্দুল্লাহ পুকুরের পানিতে ভাসছে। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ এশা আব্দুল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আব্দুল্লাহ আক্কাছ আলী একাডেমি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনের ভাতিজা।