• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তাগণ

নারী নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং সনাক-টিআইবির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ইলিশ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন বলেন, আজ সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এ দেশটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নারীর ক্ষমতায়নে কাজ করছেন। এ দেশটিকে তিনি একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্যে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, নারী নেতৃত্বে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে নারীদের নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়ন ও নারীদের সর্বোচ্চ শিক্ষা প্রদানে সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদের। নারীরা যেনো কোনোভাবেই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যেখানে বাল্যবিবাহ দেখবে, সেখান থেকেই হটলাইনে ফোন করে তথ্য দিয়ে সহযোগিতা করবে। নারীরা তাদের মেধা ও শিক্ষা দিয়ে আরও এগিয়ে যাবেÑএই প্রত্যাশা করছি।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল কাজে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশেই উন্নয়ন সম্ভব নয়। নারীরা এখন লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম। তিনি র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুরের চেয়ারম্যান মাসুদা নূর খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-চাঁদপুরের সাবেক আহ্বায়ক প্রফেসর মনোহর আলী, সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীব, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সনাক-চাঁদপুরের ইয়েস-ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে মেলায় আগত অংশগ্রহকারীদের বিভিন্ন তথ্যসেবা প্রদান করে।

 

সর্বাধিক পঠিত