• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এলজিএসপি-৩-এর আওতায় ইউপি সচিবদের মাঝে মোবাইল সেট ও পেশাদার আইডি কার্ড বিতরণ

ইউপি সচিবদের পেনশন না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ১০:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, ইউপি সচিবরা এখন আর বদলি হতে চান না। কেউ কেউ ২০/৩০ বছর ধরে একই ইউনিয়নে চাকুরি করছেন। জেলা প্রশাসক কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসে কর্মরত কর্মচারীরা অফিসসহ সরকারি দপ্তরগুলোতে চাকুরির মেয়াদ শেষ হওয়ার পর পেনশন পেয়ে থাকেন। কিন্তু ইউনিয়ন পরিষদ সচিবগণ চাকুরীর মেয়াদ শেষ হলেও পেনশন পান না। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো।
    গত ৬ মার্চ বুধবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩-এর আওতায় ইউপি সচিবগণের অনলাইন সিস্টেমে স্ক্রীম এন্ট্রিকরণ, কৌশল অবহিতকরণ এবং মোবাইল সেট ও পেশাদার আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, ইতিমধ্যে সরকার ইউনিয়ন পরিষদগুলোতে সচিবদের পাশাপাশি অফিস সহকারী কাম কম্পিউটার ম্যান নিয়োগ দিয়েছে। কোন কোন ইউনিয়নে নিয়োগ দেয়া হয়নি, তা আমাদের জানা প্রয়োজন। ইউডিসি নামে অনেকেই কাজ করছে। এখন আর করে কিনা তা আমাদের জানা দরকার। আপনার আমার পদমর্যাদা রয়েছে। কিন্তু অনেকের পদমর্যাদা নেই। কিন্তু তাদের কর্মের গুণ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অনেকেরই সহমর্মিতা হয়ে ওঠে না।
    তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করে কোনো লাভ হবে না। যদি সেই কাজের সফলতা না আসে। তাই আপনারা সচিবগণ স্ব-স্ব ইউনিয়নের জন্য কাজ করবেন। আজকে আপনাদেরকে এলজিএসপি-৩-এর আওতায় যে স্মার্টফোন দেয়া হচ্ছে তার ব্যবহার সঠিকভাবে করতে হবে।
    জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন এলজিএসপির বিদায়ী ডিএফ এসএম শাহরিয়ার রহমান ও নবাগত ডিএফ মোঃ রিয়াজ উদ্দিন সরকার, সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহছান, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক মহিউদ্দিন সোহেল, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া, শাহরাস্তি উপজেলার সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কচুয়া উপজেলার সভাপতি মোঃ অলিউল্লাহ, ফরিদগঞ্জ উপজেলার মোঃ ইমাম হাসান, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি সোলেমান মিয়া প্রমুখ।
    বিদায়ী ও নবাগত ২ জন ডিএফকে বিদায় ও বরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান ইউপি সচিবদের মধ্য থেকে এসএম শাহরিয়ার রহমানকে ক্রেস্ট প্রদান করেন। একই সাথে মোঃ রিয়াজ উদ্দিন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

 

সর্বাধিক পঠিত