• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এলজিএসপি-৩-এর ডিএফদের বিদায় ও বরণ

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৯:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এলজিএসপি-৩ চাঁদপুরের ডিএফ এসএম শাহরিয়ার রহমানের বিদায় ও নবাগত মোঃ রিয়াজ উদ্দিন সরকারকে  বরণ করে নিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গত বুধবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বাপসা জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন খন্দকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। এ সময় বিদায়ী এসএম শাহরিয়ার রহমান বক্তব্যে বলেন, আপনাদের সকল কাজে আমি সম্পৃক্ত ছিলাম। চাকুরীর কারণে আজকে চাঁদপুর থেকে আমাকে বিদায় নিয়ে কুমিল্লায় যেতে হচ্ছে। আপনাদের কোনো কাজে আমাকে প্রয়োজন মনে করেন, আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কাজ সফল করে দিতে।
    নবাগত ডিএফ মোঃ রিয়াজ উদ্দিন সরকার বলেন, এসএম শাহরিয়ার রহমানকে যেভাবে আপনারা কাজের জন্য সহযোগিতা করেছেন আশা করি আমাকেও একইভাবে সহযোগিতা করবেন। যখনই কোনো কিছুর প্রয়োজন মনে করবেন আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন।
    উপস্থিত ছিলেন সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহছান, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক মহিউদ্দিন সোহেল, আবু বকর সিদ্দিক, সিদ্দিকুর রহমান, বশির উল্লাহ খন্দকার, ওয়ালী উল্লাহ, জসিম উদ্দিন মজুমদার, মোঃ ফখরুল আহমেদ, জাকির হোসেন মৃধা, রাকিবুল হাসান, মানসী সাহা, আলমগীর হোসেন, সাগর চন্দ্র দাস, সঞ্জয় দেবনাথ,  মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া, শাহরাস্তি উপজেলার সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কচুয়া উপজেলার সভাপতি মোঃ অলিউল্লাহ, ফরিদগঞ্জ উপজেলার মোঃ ইমাম হাসান, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি সোলেমান মিয়া, সালামত উল্লাহ, নির্মল পাল, মোঃ রাকিব হোসেন, প্রবাহ চন্দ্র ঘোষ, আমির হোসেন, লিটন চন্দ্র পোদ্দার, মোঃ নুরুল ইসলাম, মাহমুদ আমিন, শহীদ আলম পাটওয়ারী, ফজলুল হক গাজী, শ্যামল চন্দ্র, আজহারুল ইসলাম, রাজিব চন্দ্র ভক্ত, মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ মানিক মিয়া, মৃণাল কান্তি পোদ্দার প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত