• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বনভোজন

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৯:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে বনভোজন ও নৌ-ভ্রমণ-২০১৯ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী বিলাসবহুল লঞ্চ এমভি রাজদূত-৭-এর মাধ্যমে বনভোজন ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ বনভোজন ও নৌ-ভ্রমণ চাঁদপুরের ৮টি উপজেলার ৫ শতাধিক কেমিস্ট তাদের পরিবার-পরিজনদের নিয়ে অংশগ্রহণ করেন। বিলাসবহুল লঞ্চে করে ভ্রমণপিপাসু কেমিস্টরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে সকালে চাঁদপুর থেকে যাত্রা করে শেষ দুপুরে বরিশাল এলাকার হিজলা নামক একটি চরে গিয়ে অবস্থান নেন। দিনভর সেখানে তারা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে আনন্দে মেতে উঠে। বনভোজন ও নৌ-ভ্রমণ কমিটির কর্মকর্তারা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও র‌্যাফেল ড্র-এর আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরসহ বিভিন্ন জেলার শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন করা হয়।
    আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, অবৈতনিক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, হাজীগঞ্জ শাখার সভাপতি মোঃ ছলেমান মজুমদার, সাধারণ সম্পাদক এনামুল হক তালাল, মতলব শাখার সভাপতি মোঃ শামছুর রহমান প্রধানীয়া, ফরিদগঞ্জ শাখার সভাপতি সমীরণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ পাটওয়ারী, হাইমচর শাখার সভাপতি আলী আব্বাস বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, মতলব শাখার সভাপতি তপন সরকার প্রমুখ।
    বনভোজন ও নৌ-ভ্রমণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর জেলা কমিটির মোঃ নেহাল হোসেন মজুমদার, মোঃ আবু ইউছুফ তালুকদার মানিক, মোঃ তরিকুল ইসলাম মুকুল, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ হুমায়ুন খান, বিমল সেন, মিজানুর রহমান প্রমুখ।
    র‌্যাফেল ড্র অনুষ্ঠানে আকর্ষণীয় ৫০টি পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মধ্যে। পরে বিকেলে আনন্দঘন পরিবেশে সকলের অংশগ্রহণে পিঠা উৎসব উদ্যাপিত হয়। বনভোজন ও নৌ-ভ্রমণ ২০১৯-এর র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্য থেকে প্রথম পুরস্কার বিজয়ী এলইডি ৩২ ইঞ্চি টিভি পান চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ নিরাময় ফার্মেসির স্বত্বাধিকারী সুনীল দত্ত।