• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ছারছীনা শরীফের মাহফিল সোমবার থেকে শুরু

রোববার সন্ধ্যা ৭টায় চাঁদপুর পুরাতন লঞ্চঘাট হতে এমভি বন্ধন-৫ ছেড়ে যাবে

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন ১১ মার্চ সোমবার বাদ ফজর জিকির ও তালিমের মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয়ে তিনদিনব্যাপী চলবে। ১৩ মার্চ সোমবার বাদ যোহর আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমীরে হিযবুল্লাহ ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃজিঃআঃ)।
    মাহফিলে সারাদেশ থেকে ছারছীনা দরবারের অনেক ভক্ত, মুরিদ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ্ এবং ছাত্র হিযবুল্লাহর কর্মী ও দ্বীনদার মুসলমানগণ যোগদান করবেন। ইতিমধ্যে ভক্ত-মুরিদান ও সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেছে।
    আগামী ১০ মার্চ রোববার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার পক্ষ থকে রিজার্ভ লঞ্চ এমভি বন্ধন-৫ চাঁদপুর পুরাতন লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টায় ছারছীনা শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ছারছীনাগামী যাত্রীগণকে যথাসময়ে লঞ্চঘাটে উপস্থিত থাকার জন্যে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার।


   

সর্বাধিক পঠিত