• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চান্দ্রায় জেলেদের মাঝে জাটকা রক্ষার চাল বিতরণ

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৮:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দু মাস চাঁদপুরের নদী সীমানার নদীতে সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এই দুই মাস জাটকা রক্ষায় সরকার জেলার নিবন্ধিত ৫১ হাজার জেলের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ৪০ কেজি পরিমাণ চাল বিতরণ করছে। এই ধারাবাহিকতায় ৬ মার্চ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
    চান্দ্রা ইউনিয়নের তালিকাভুক্ত ১ হাজার ৯শ’ ৫৮ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত জেলেরাই এই চাল পেয়েছেন। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী নিজে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।