কচুয়ায় মজলিসে তা’লিমুল উম্মাহর বার্ষিক ইসলাহী জোড়


কচুয়ায় বাংলাদেশ মজলিসে তা’লিমুল উম্মাহর উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড় ৭ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মাঠে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ আত্মশুদ্ধি ও হেদায়াতের লক্ষ্যে জামাত বন্ধী হয়ে তিনদিনের (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) জন্য ইসলাহী জোড়ে উপস্থিত হয়েছেন। ইসলাহী জোড়ে বাংলাদেশ মজলিসে তা’লিমুল উম্মাহর আমীর ফজলে ইলাহী, নায়েবে আমীর আশেক ইলাহী, উজানী মাদ্রাসার শিক্ষা সচিব মাঃ আঃ রহমান, মোহতামিম মাহবুব ইলাহী, সিনিয়র মুহাদ্দিছ মিজানুর রহমান, ইসলাহী জোড় পরিচালনা কমিটির সভাপতি মাঃ এহতাশামুল হক, সাধারণ সম্পাদক মাঃ শিব্বির আহমেদসহ বাংলাদেশের প্রখ্যাত আলেমগণ দ্বীনি ও আত্মশুদ্ধি হওয়ার বিষয়ভিত্তিক মূল্যবান বয়ান রাখবেন।