বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ৩ ভাইস চেয়ারম্যান ১!


চাঁদপুরের ৭ উপজেলা পরিষদের ৩টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এছাড়া বিনা ভোটে নির্বাচিতদের তালিকায় নাম লিখাতে যাচ্ছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থীও। গতকাল ৭ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন উল্লেখিত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীরাসহ চাঁদপুরের ৭টি উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে তিন উপজেলায় জনগণকে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও পদে প্রার্থী নির্বাচন করার সুযোগ থাকছে না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন : মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) এএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) এমএ কুদ্দুছ ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) গাজী মাইনুদ্দিন। এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যন পদে গোলাম ফারুক মুরাদ বাদে বাকি যে তিন প্রার্থী ছিলেন তারা সবাই নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ভাইস চেয়ারম্যন পদে গোলাম ফারুক মুরাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।