• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ভাষাসৈনিক অ্যাডঃ আবুল ফজলের স্মরণে মিলাদ ও দোয়া

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৯, ০১:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডঃ আবুল ফজলের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের বিষ্ণুদী এলাকায় কলোনী মরহুমের বাসভবনে তাঁর বড় ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের উদ্যোগে তাঁর বাবা ও পরিবারের অন্য মরহুমদের রুহের মাগফেরাত কামনায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওঃ আঃ কাদের। মিলাদে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য, শহরের বিভিন্ন মসজিদের খতিব, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ।
উল্লেখ্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডঃ আবুল ফজল ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি পরিবার ও ভক্তদেরকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। দীর্ঘদিন তিনি চাঁদপুর জেলা বারে বেশ সুনামের সাথে আইন পেশায় জড়িত ছিলেন।