• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়ায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৯, ০১:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে গতকাল বৃহস্পতিবার তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরা হচ্ছেন চেয়ারম্যান পদে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি কবির হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহ পরান। কচুয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মনোয়নপত্র প্রত্যাহারের পর বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।

 

সর্বাধিক পঠিত