• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি

নারী ও শিশুর প্রতি সংহিসতার বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো,  নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এ শ্লোগান নিয়ে গতকাল ৬ মার্চ বুধবার সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের নতুন প্যাভিলিয়নের সম্মুখস্থ ইলিশ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর।
     প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নারী ও শিশুর প্রতি যে সহিংসতা হয় তাকে না বলতে হবে। এ বিষয়ে সবাইকে সোচ্চার করতে চাই। নারী ও শিশুর প্রতি সহিংসতাকে আমরা সমাজ, রাষ্ট্র এবং পুরো বিশ^ থেকে  বিমোচিত করবো এই লক্ষ্য নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর-এর চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আক্তার, সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, সদস্য ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, ব্র্যাক, চাঁদপুর জেলা ব্যবস্থাপক কালা চাঁদ দাস অসিত প্রমুখ।
    লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডে-কেয়ার, ব্র্যাক চাঁদপুর, ওয়াইডাব্লিউসিএ, সহন দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থা চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দসহ অনেক নারী ও শিশুরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    

 

সর্বাধিক পঠিত