জাতীয় পাট দিবস-২০১৯ উদ্যাপনে চাঁদপুরে পাট র্যালি ও আলোচনা সভা
বহুবিধ ব্যবহারের কারণে পাটের সুদিন ফিরতে শুরু করেছে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান


‘সোনালী আঁশের দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এ শ্লোগানে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় পাট দিবস-২০১৯। এ উপলক্ষে গতকাল ৬ মার্চ বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন, চাঁদপুরের সহযোগিতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় পাট র্যালি ও আলোচনা সভা। চাঁদপুর স্টেডিয়ামের নতুন প্যাভিলিয়ন সম্মুখ থেকে পাট র্যালিটি বের হয়ে বাস স্ট্যান্ড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মুখ্য পরির্দশক মোঃ সাইফুল আলম। বক্তব্য রাখেন পাট পরির্দশক মোঃ ইসমাইল, ডাব্লিউ রহমান জুট মিলের ব্যবস্থাপক মাহমুদ হাসান, সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আঃ রহমান, স্টার আল কায়েদ জুট মিলের প্রতিনিধি আবু নঈম নয়ন পাটওয়ারী, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুরে আলম শান্ত প্রমুখ। এ সময় সুধীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, এক সময় বিশে^ সোনালী আঁশের দেশ হিসেবে খ্যাতি ছিল বাংলাদেশ। পাটের বহুবিধ ব্যবহারের কারণে পাটের সুদিন ফিরতে শুরু করেছে। একাধারে পাট কৃষিপণ্য এবং শিল্পপণ্য। পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে আমাদের বন্ধ হওয়া পাটকলগুলো আবার চালু হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে।
তিনি বলেন, কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করতে হলে পাট চাষ বাড়াতে হবে। এ জন্যে সরকার পাট চাষীদের বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। প্রান্তিক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত করে কেবল পাটের বস্তার ব্যবহার একটা জায়গায় নিশ্চিত করা হয়েছে। অন্য জায়গাগুলোকেও অ্যাড্রেস করা প্রয়োজন, সেজন্যেই এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।