• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

চাঁদপুরের ৭ উপজেলায় প্রার্থিতা ফিরে পেলেন ৬ জন

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলার ৭ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া প্রার্থীদের মধ্য থেকে ৭জন আপিল করলে ৬জন প্রার্থিতা ফিরে পান। আর ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়।
    এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১১ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের মধ্যে ৭ জন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে আপিল করেছেন। আপিলে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন আর ১ জনের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়।
    আপিলে ফিরে পাওয়া প্রার্থীরা হলেন : ভাইস চেয়ারম্যান পদে মতলব উত্তর উপজেলার মোহাম্মদ জামাল হোসেন ও মোতাহার হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলার মোঃ মোস্তফা কামাল রনি, ফরিদগঞ্জ উপজেলার মোঃ জাকির হোসেন ও শাহরাস্তি উপজেলার মোঃ আনোয়ার হোসেন এবং কচুয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার।
    আপিলে মতলব দক্ষিণ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে হামিদা জিনাতের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়।

সর্বাধিক পঠিত