• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে অগ্নিকা-ে শাখাওয়াত হোসেনের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
    দোকানের মালিক শাখাওয়াত হোসেন জানান, রাত ১১টার দিকে দোকানের সিলিন্ডার, বিদ্যুৎ ও চুলা বন্ধ করে তিনি ঘুমোতে যান। রাত ৩টার দিকে লোকজনের চিৎকার শুনে দোকানের কাছে এসে দেখেন দোকানে আগুন জ¦লছে এবং লোকজন পানি দিয়ে নেভানোর চেষ্টা করছে। এতে দুটি ফ্রিজ, একটি রঙিন টিভি, ৩টি সিলিন্ডার, নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় পৌর মেয়র ক্ষতিগ্রস্ত দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

সর্বাধিক পঠিত