• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর নতুন ভবন নির্মাণের জায়গা পরিদর্শন

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর জন্যে সরকারি বরাদ্দ ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর আমন্ত্রণে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করতে পরিদর্শনে আসেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার শফিউদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাহিম ইকবাল, রেলওয়ে বড় স্টেশন মাস্টার মোঃ জাফর আহমেদ ও রেলওয়ে বিদ্যুৎ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমান, রেলওয়ে আইডব্লিউও প্রতিনিধি আবুল কালাম, ভবন নির্মাণ তদারক কমিটির সদস্য শাহ আলম মল্লিক, সেলিম রেজাসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারা বিদ্যালয়ের পারিপাশির্^ক অবস্থান পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। পরে মাঠের দক্ষিণ দিকে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ৪তলা বিশিষ্ট ভবন করার বিষয়ে সিদ্ধান্ত নেন।
    নদীভাঙ্গনের শিকার যে মানুষগুলো চাঁদপুর শহরে অবহেলিতভাবে জীবন-যাপন করছে, তাদের সন্তানরা এ স্কুলে লেখাপড়া করে আসছে। দীর্ঘ বছর ধরে এ স্কুলের ভবন সঙ্কটে লেখাপড়ার বিঘœ ঘটছে। এর থেকে উত্তরণের জন্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু নঈম দুলাল পাটওয়ারী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে এ ৪তলা বিশিষ্ট ভবন সরকার থেকে বরাদ্দ পায়। তাই সকলে শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া বিদ্যালয়ের পশ্চিমাংশে পুকুর ভরাট করে ১০ তলাবিশিষ্ট আরও একটি ভবন করা হবে বলে জানানো হয়।
    চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করার জন্যে খেলার মাঠ সম্প্রসারণ করতে পরিত্যক্ত পুকুরটি ভরাট করে দিতে তাৎক্ষণিক ঘোষণা দিয়ে স্থানীয় কাউন্সিলর শাহ আলম বেপারীকে পুকুর ভরাটের দায়িত্ব দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন আমন্ত্রিত অতিথিদের স্কুলে আগমন করায় তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

 

সর্বাধিক পঠিত