ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ফরিদগঞ্জ কর্তৃক মোট ৮১জন ব্যক্তির মাঝে এই উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা লোকমান হাকিম, কনসালটেন্ট ডাঃ প্রীতি লাল সাহা, ডাঃ নুসরাত ইয়াছমিন, চাঁদপুর ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন প্রমুখ।
জানা যায়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে বরাদ্দকৃত উপকরণের মধ্যে রয়েছে হুইল চেয়ার, হুইল চেয়ার (শিশু), অক্সিলারি ক্র্যাচ, ওয়াকার, স্ট্যাডি ফ্রেম, কর্ণার চেয়ার, টয়লেট চেয়ার, হিয়ারিং এইড, ট্রাই সাইকেল, সাদাছড়ি ও এলবো ক্র্যাচ।