তরপুরচন্ডী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদর উপজেলার মৎস্যজীবীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৭নং তরপুরচ-ী ইউনিয়নের জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে তা উদ্বোধন করেন।
ইউনিয়নের ১ হাজার ১শ’ ১৩ জন জেলের মাঝে সরকারের জাটকা রক্ষা কর্মসূচীর চাল বিতরণ করা হয়। এ সময় সদর ইউএনও কানিজ ফাতেমা, তরপুরচ-ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমাম হাসান রাসেল গাজী, সাধারণ সম্পাদক আরশাদ মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।