• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাটকা রক্ষায় হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশ:  ০৫ মার্চ ২০১৯, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের নদী সীমানায় সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দু মাস সকল প্রকার জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এই দুই মাস জাটকা রক্ষায় সরকার নিবন্ধিত ৫১ হাজার জেলের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ৪০ কেজি করে চাল বিতরণ করছে। এই ধারবাহিকতায় গতকাল ৪ মার্চ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ  করা হয়েছে।
    হানারচর ইউনিয়নের তালিকাভুক্ত ২ হাজার ৩শ’ ৮৭ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত জেলেরাই এই চাল পেয়েছেন। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী নিজে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন।
    উপস্থিত ছিলেন চাল বিতরণ কার্যক্রমের ট্যাগ অফিসার সুধীর পর্বত, ইউনিয়ন পরিষদ সচিব এমএ কুদ্দুছ খন্দকার রোকন, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আবুল খায়ের, রাশিদা বেগম, জামিলা বেগম, খুরশিদা বেগম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য।
    বেশ কয়েকজন জেলে জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী ৪০ কেজি পরিমাণে চাল দিচ্ছেন না। ৩০ কেজির বেশি আমরা চাল পাচ্ছি না। তিনি চাল বিতরণে অনিয়ম করছেন।

 

সর্বাধিক পঠিত