• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এইসেব চাঁদপুর ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক যোবায়ের বিন ফজল যুগ্ম আহ্বায়ক প্রাণ কৃষ্ণ

প্রকাশ:  ০৫ মার্চ ২০১৯, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এইসেব)’  চাঁদপুর ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১ মার্চ শুক্রবার রাত ৮টায়, ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত বিভিন্ন শ্যাডো এডুকেশন সেন্টারের মালিক এবং পরিচালক, যারা কোনো স্কুল কলেজের সাথে যুক্ত নন এবং সরকারি বেতনভুক্ত কর্মচারী নন তাদেরকে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত বিভিন্ন শ্যাডো এডুকেশন সেন্টারের মালিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে  কেন্দ্রীয় কমিটির ন্যায় ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে দি গ্রামার এডুকেশন হোম এবং অর্কিড একাডেমির পরিচালক যোবায়ের বিন ফজলকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয় প্রাণ কৃষ্ণ দাস, পরিচালক, প্রিপেয়ার কোচিং সেন্টার। মোঃ ফরহাদ হোসেন পরিচালক ট্রাস্ট একাডেমিক কেয়ার।
    সদস্য নির্বাচিত করা হয় কুমার গৌরব জয় পরিচালক, মেধাগৃহ; আবুল বাশার-পরিচালক, চাঁদপুর পাঠশালা; ডি.কে মৃদুল পরিচালক, ই.হক চাঁদপুর; জাকির হোসাইন নিশান পরিচালক, ফেইথ কোচিং সেন্টার; মাহমুদুল হাসান পরিচালক, এডুএইড; আলমগীর হোসেন পরিচালক, আলমগীর কোচিং; গোবিন্দ সূত্রধর পরিচালক, ম্যাথ টিচিং হোম; নিয়াজ মোর্শেদ পরিচালক, আইডিয়েল স্টাডি কেয়ার; আব্দুল্লাহ আল নোমান পরিচালক, নিউ লাইট কোচিং সেন্টার; ফাতেমা বেগম পরিচালক, আকাশ কোচিং সেন্টার; শফিকুল ইসলাম মজুমদার পরিচালক, মাদার কেয়ার টিচিং হোম এবং মোঃ আলমগীর পরিচালক, আ.কা কোচিং সেন্টার।