শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ৫ মার্চ মঙ্গলবার চাঁদপুর আসছেন


চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সফরে ৫ মার্চ মঙ্গলবার চাঁদপুর আসছেন। এ সফরে তিনি জেলেদের মাঝে খাদ্য উপকরণ বিতরণসহ সদর উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শিক্ষামন্ত্রীর সফরসূচির তথ্যানুযায়ী জানা গেছে, তিনি আজ বিকেল ৩টায় নৌ-পথে কোস্টগার্ডের স্পীডবোট যোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল সাড়ে ৪টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন, বিকেল ৫টায় চাঁদপুর সদর উপজেলার জেলেদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করবেন এবং সন্ধ্যা ৬টায় সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন অর্থাৎ ৬ মার্চ বুধবার ভোর ৬টায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি নৌপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।