• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফর্মে নানা অব্যবস্থাপনা ॥ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১০:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর মোড় এলাকায় অবস্থিত রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে নানা অব্যবস্থাপনার কারণে যাত্রীরা খুবই দুর্ভোগ পোহাচ্ছে। ট্রেন যাত্রীদের বসার কোনো স্থান বর্তমানে প্লাটফর্মে নেই। দাঁড়িয়ে থেকেই ট্রেনের জন্যে অপেক্ষা করতে হয়। এমন দুর্ভোগে যাত্রীরা কর্তৃপক্ষের সেবা নিয়ে খুবই বিরক্তবোধ করছেন।
    জানা গেছে, এ প্লাটফর্মটি গত ক’মাস পূর্বে সংস্কার করা হয়েছে। আর এ সংস্কারকালে সংশ্লিষ্ট ঠিকাদার ট্রেনের জন্যে অপেক্ষমান যাত্রীদের বসার পাথরের তৈরি যে বেঞ্চগুলো ছিল সেসব বেঞ্চ ভেঙ্গে ফেলেছে। এখন এই কোর্টস্টেশন প্লাটফর্মে যাত্রীদের বসার কোনো স্থান নেই। সকাল ৯টায় চাঁদপুর থেকে কুমিল্লা অভিমুখী ডেম্যু ট্রেনের জন্যে ২টি ওয়েটিং রুমের মধ্য থেকে ১টি রুম খুলে দেয়া হয়। ট্রেনটি চলে গেলে ওই কক্ষটি পুনরায় তালা বন্ধ করে রাখা হয়। ১ম শ্রেণির বিশ্রামাগারটি কর্তৃপক্ষ ছাড়া খুলতে দেখা যায়নি। দুপুরে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা দীর্ঘসময় ধরে এই প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে।
    জানা গেছে, ২০১৭ সালের শেষের দিকে কাশেম কনস্ট্রাকশনের কাছ থেকে কোর্ট স্টেশন রেলওয়ে প্লার্টফর্মটি সংস্কারের কাজ স্থানীয় কয়েক ব্যক্তি কিনে নেন। তারা সংস্কার কাজ করতে গিয়ে পূর্বের স্থায়ী পাকা বেঞ্চগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। তখন যাত্রীরা ভেবেছিল সংস্কারের পাশাপাশি নতুনভাবে বসার স্থান তৈরি করা হবে। কিন্তু সংস্কার কাজ শেষে দেখা গেল যাত্রীদের বসার জন্যে কোনো বেঞ্চ তৈরি করা হয়নি। তাছাড়া বৃষ্টি হলে প্লাটফর্মের উপর থেকে ছিদ্র দিয়ে পড়া পানিতে যাত্রীরা ভিজে একাকার হয়ে যায়। দীর্ঘসময় অবস্থান করা যাত্রীরা বিশ্রামাগারগুলো বন্ধ থাকায় প্রকৃতির ডাকে সাড়াও দিতে পারছেন না। এতসব সমস্যার কারণে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।