• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাটকা রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে নদীতে অভিযান

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মার্চ-এপ্রিল ২ মাস মাছের অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা সংরক্ষণ কার্যক্রম-২০১৯ শুরু হয়েছে গত ১ মার্চ শুক্রবার থেকে। ইলিশের পোনা জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী এবং চরভৈরবী হতে লক্ষ্মীপুর জেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত জেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযানে নেমেছে। সন্ধ্যা পর্যন্ত তাঁরা মেঘনা নদীতে অবস্থান করে কোনো জেলে, জাল ও নৌকার সন্ধান পাননি।
    জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নেতৃত্বে এ অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান, বিজিবির কমান্ডার মেজর আব্দুল আল ফারুকী, এনএসআইর যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, এনএসআই ডিডি এবিএম ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, নৌ নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, মোঃ মোরশেদুল ইসলাম, আনসার এডজুটেন্ট মোঃ আজিম, কোস্টগার্ড স্টেশন ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক, নৌ-থানার অফিসার ইনচার্জ আবু তাহের খানসহ আরও অনেকে। এছাড়া এ অভিযানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট মেঘনা নদী থেকে শুরু করে আনন্দবাজার ও রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারা চর এলাকা পর্যন্ত মেঘনা নদীতে এ টহল দেয়া হয়। জেলা প্রশাসনের স্পীডবোট, নৌ-থানা পুলিশের ট্রলার, কোস্টগার্ডের টহল টিম একই সাথে মৎস্য বিভাগের টহল টিম একত্রিতভাবে নদীতে টহল দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় নদীতে টহল দিয়ে জেলা টাস্কফোর্স কোনো প্রকারের জেলে, নৌকা ও জালের সন্ধান পায়নি। সন্ধ্যায় এ টহল সমাপ্ত করা হয়।
    জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, সরকার জাটকা রক্ষায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা টাস্কফোর্স মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলা ও লক্ষ্মীপুর জেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার নদী এলাকায় মার্চ-এপ্রিল ২ মাস সকল প্রকারের মাছ ধরা ও নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে। আমরা সেই লক্ষ্যে জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্স কাজ করে যাচ্ছি। তারই ধারবাহিকতায় নদীতে আমাদের এ অভিযান।

সর্বাধিক পঠিত