উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর ব্যাপক গণসংযোগ


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল রোববার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের নদীর ওপারের চরাঞ্চলের ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি এলাকার গণ্যমান্য ও মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করে ভোট চান। এছাড়াও তিনি চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিজি, ডাঃ জাহাঙ্গীর, মোঃ হোসেন মেম্বার, ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আবুল কাশেম খান, সাধারণ সম্পাদক আঃ মান্নান গাজী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহেব আলী পাটওয়ারী, সদস্য ইমাম হাওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মাঝি, সাধারণ সম্পাদক রফিক মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মজিদ শেখ, ইব্রাহীমপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মনু গাজী, ইব্রাহীমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আমানউল্লাহ রাঢ়ি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলী শেখ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হাওলাদার প্রমুখ।