চাঁদপুর নৌ-থানার নবাগত ওসি আবু তাহের খান


চাঁদপুর নৌ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোঃ আবু তাহের খান। গত ১৮ ফেব্রুয়ারি তিনি চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে তিনি পুলিশ বিভাগে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। চাকুরির শুরুতে তিনি ঢাকা মেট্রো পলিটন, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার থানাতে উপ-পরিদর্শক ও অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাঁদপুরে এসে তিনি মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গত ১ ফেব্রুয়ারি তিনি চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। তিনি নদীপথে সকল অন্যায়-অপরাধ দমনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।